পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ৭ ইনস্টল করুন - Edu ebooks pdf

Latest

Bengali ebook pdf, Novels, Songs, Detective book, Story Book, Photoshop all, exam, education news

14 Mar 2012

পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ৭ ইনস্টল করুন




How to Install Windows 7 Using Pen Drive


পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ৭ ইনস্টল করুন
আমরা অনেকেই এখন উইন্ডোজ সেভেন ব্যবহার করি।উইন্ডোজ সেভেন এক্সপি কম্পাটেবল হওয়ায় অনেকেই উইন্ডোজ সেভেন ব্যবহার করছে। উইন্ডোজ সেভেন আমার কাছে ভালোই লাগে , তাই উইন্ডোজ সেভেন নিয়ে এই পোষ্ট লেখা।

যাদের ডিভিডি ড্রাইভ নাই বা যারা নতুন নেটবুক কম্পিউটার ব্যাবহার করছেন তারা ডিভিডি রোম ছারাই উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারবেন। যাদের ডিভিডি ড্রাইভ নাই বা যারা নতুন নেটবুক কম্পিউটার ব্যাবহার করছেন পোষ্টটি তাদের জন্য। আসুন দেখে নেই কিভাবে আপনার পেনড্রাইভটি উইন্ডোজ সেভেন বুটেবল করা যায়

প্রথমে পিসিতে প্রবেশ করান পেনড্রাইভটি NTFS ফাইল সিস্টেম ফরমাট
করুন
--------------------------
Start থেকে All Programs এ যান , Accessories এ যান , Command Promt এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Run as Administration এ ক্লিক করুন

টাইপ করার মত বক্স আসবে , এইখানেই যাবতীয় কমান্ড দিতে হবে
CMD টাইপ করুন এবং Enterচাপুন

এখন DISKPART টাইপ করুন এবং Enter চাপুন

LIST DISK টাইপ করুন এবং Enter চাপুন

SELECT DISK 1 টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: 1 হচ্ছে আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার , আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার যদি 2/3 শো করে তাহলে আপনি 1 এর বদলে 2/3 টাইপ করুন ]


CLEAN টাইপ করুন এবং চাপুন
টাইপ করুন এবং Enter চাপুন
SELECT PARTITION 1 টাইপ করুন এবং Enter চাপুন[ বি:দ্র: 1 হচ্ছে আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার , আপনার পেনড্রাইভ এর ডিস্ক নাম্বার যদি 2/3 শো করে তাহলে আপনি 1 বদলে 2/3 টাইপ করুন। আমারটায় 2 এসেছে ]
ACTIVE টাইপ করুন এবং Enter চাপুন
FORMAT FS=NTFS টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: ফরমাট নিতে কিছুক্ষন সময় নিবে ]
ASSIGN টাইপ করুন এবং Enter চাপুন
EXIT টাইপ করুন এবং চাপুন< আপনার পিসিতে উইন্ডোজ সেভেন সিডি প্রবেশ করান [ বি:দ্র: উইন্ডোজ সেভেন সিডি প্রবেশ করানোর সময় কমান্ড প্রোম্ট ফাংশনটা কাটবেন না]
H:CD BOOT টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: H হচ্ছে আপনার ডিভিডি এর ড্রাইভের নাম , আপনার ডিভিডি এর ড্রাইভের নাম যদি K/L হয় তাহলে আপনি H এর বদলে K/L টাইপ করুন। ]
CD BOOT টাইপ করুন এবং Enter চাপুন
BOOTSECT.EXE/NT60 L: টাইপ করুন এবং Enter চাপুন [ বি:দ্র: L হচ্ছে আপনার পেনড্রাইভ এর ড্রাইভের নাম , আপনার পেনড্রাইভ এর ড্রাইভের নাম যদি M/N হয় তাহলে আপনি L এর বদলে M/N টাইপ করুন। ]
ব্যস এভাবে আপনার পেনড্রাইভটি বুটেবল হয়ে গেল। এবার আপনি আপনার বুটেবল পেনড্রাইভটি দিয়ে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারবেন। পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে - প্রথমে বুটেবল পেনড্রাইভটি আপনার পিসিতে প্রবেশ করান
আপনার পিসি রি-ষ্টার্ট দিন

Delete/F2/F12 চেপে বায়োস সেটিংস প্রবেশ করুন।
First Boot Device পেনড্রাইভ সিলেক্ট করে দিন এবং F10 চেপে সেভ করুন
দেখুন কিছক্ষন পর উইন্ডোজ সেভেন ইনস্টলার রান হচ্ছে , যেভাবে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে হয় সেভাবে উইন্ডোজ সেভেন ইনস্টল করুন

No comments:

Post a Comment

Thanks for your valuable comment